ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

বিএনপি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে যুবদলের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে যুবদলের মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল মানববন্ধন করেছে যুবদল।

শুক্রবার (২০ সেপ্টেম্ববর) বেলা ১২টায় পৃথকভাবে বরিশাল নগরের সদররোডে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর যুবদল।

জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-জেলা যুবদল সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন, সহ-সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, যুগ্ম সম্পাদক মাওলা রাব্বি শামীম, সালাউদ্দিন তৌহিদ ও বরিশাল কোতোয়ালি যুবদল ভারপ্রাপ্ত সভাপতি কবীর হোসেন।

এর আগে সকাল সাড়ে ১১ টায় একই দাবিতে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে মহানগর যুবদল।

মহানগর সভাপতি অ্যাডভোকেট আকতারুজ্জামান শামীমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগর যুবদল সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, সহ-সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, সামসুল আলম, মো. সাজ্জাদ হেসেন, যুগ্ম-সম্পাদক নুরুল হক রিয়াজ, যুগ্ম-সম্পাদক মাহাবুবুর রহমান রাহাত, কায়ূম হোসেন সাগর ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৪০৮ ঘণ্টা, সে‌প্টেম্বর ২০, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।