ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

বিএনপি

নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ বিক্ষোভে যুবদলের নেতাকর্মীরা, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর যুবদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের চাষাঢ়া বালুরমাঠ থেকে মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি শহরের চাষাঢ়া গোল চত্বর ঘুরে বিবি রোড হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

এতে বিএনপির কারাবন্দি অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

সমাবেশে খোরশেদ বলেন, আজকে দেশ মাদক, জুয়া এবং সীমাহীন দুর্নীতিতে ছেয়ে গেছে। দেশের মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়। একজন টাউট লোক খ্যাতি অর্জনের আশায় আগামীর দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। আর আদালত নজিরবিহীনভাবে মামলা হতেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। দ্রুত এ মিথ্যা মামলা ও পরোয়ানার প্রত্যাহার দাবি করছি।

এতে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তুসহ কয়েকশ’ নেতাকর্মী।

একই সময়ে জেলা যুবদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়াণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।