ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

বিএনপি

গৌরীপুরে যুবদল-ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
গৌরীপুরে যুবদল-ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

ময়মনসিংহ: মোটরসাইকেলে আগুন দেওয়ার মামলায় ময়মনসিংহের গৌরীপুরে যুবদল-ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার ঝুলন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ এসে সোমবার (১৭ ডিসেম্বর) রাতে ২৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষন দাস। এ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

তবে, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী এম ইকবাল হোসাইন স্থানীয় সাংবাদিকদের বলেন, নির্বাচনী মাঠে বিএনপিকে দুর্বল করার জন্য ও নির্বাচনী কর্মকাণ্ড থেকে নেতা-কর্মীদের দূরে রাখতেই সাজানো ঘটনায় যুবদল ও ছাত্রদলের নেতাদের গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হবে বলেও জানান প্রকৌশলী এম ইকবাল হোসাইন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।