ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

বিএনপি

ঢাকা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
ঢাকা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি, ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থী সালাহ্উদ্দিন আহমদের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাজধানীর জুরাইনের নতুন রাস্তা এলাকায় গণসংযোগের সময় লু্ঙ্গি পড়া কিছু যুবক এ হামলা চালায় বলে বিএনপির অভিযোগ। সালাহ্উদ্দিন আহমেদ জানিয়েছেন হামলায় কমপক্ষে তার ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে সংশ্লিষ্ট এলাকায় প্রচারপত্র বিলি করছিলেন সালাহ্উদ্দিন আহমেদ। এ সময় অতর্কিতভাবে লুঙ্গি পড়া কিছু যুবক লাঠিসোটা নিয়ে হামলা চালায়।  এতে বিএনপির বেশ কয়েকজন আহত হয়। এ সময় সালাহ্উদ্দিন আহমেদের বহরের দু’টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।

সালাহ্উদ্দিন আহমেদ অভিযোগ করেন, শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫১ নম্বর ওয়ার্ড কমিশনার কাজী হাবিবুর রহমান হাবুর লোকজন এ হামলা চালিয়েছে। এতে বিএনপির অন্তত ১০ কর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন- মো. সাগর দেওয়ান ফারহান, হাজী আনোয়ার সরদার, মিজান ভান্ডারি, মামুন, বিল্লাল হোসেন, মো. রিপন মিয়া, মুন্না, মো. কামরুল হাসান, মো রাসেল।

এর আগে দয়াগঞ্জ পাড় এলাকা থেকে সকালে দিনের প্রচারণা শুরু করেন সালাহ্উদ্দিন আহমেদ। এরপর ধোলাইপাড় নতুন সড়ক পালপাড়, কাজীপাড়া, মীর হাজীরবাগ মাদ্রাসা রোড এলাকায় গণসংযোগ শেষে ঘুন্ডিঘর এলাকায় যান তিনি। এ সময় তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।