ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

দেশের গণতন্ত্র ইলিয়াস আলীর মতো নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
দেশের গণতন্ত্র ইলিয়াস আলীর মতো নিখোঁজ জেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় বক্তব্য রাখেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: বাংলানিউজ

সিলেট: বাংলাদেশের গণতন্ত্র এম ইলিয়াস আলীর মতো নিখোঁজ- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারলেই নিখোঁজ ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক মামলার অগ্রগতির সঙ্গে আগামী নির্বাচনের সংযোগ রয়েছে।

সুতরাং ষড়যন্ত্র যাই হোক না কেন? খালেদা জিয়া ও বিএনটিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

দলের সব সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি দূর করে চূড়ান্ত আন্দোলনের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের বিজয় আন্দোলন শেষ পর্যায়ে। যেকোনো সময় ঘোষণা আসতে পারে, তাই সবাইকে সর্বাত্মকভাবে প্রস্তুত থাকতে হবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় কর্মীসভায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, খালেদা জিয়ার উপদেষ্ঠা তাহসীনা রুশদীর লুনা, ড. মো. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা এম এ হক, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।