ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিএনপি

‘বিচার বিভাগকে কোনোভাবেই স্বাধীন রাখা গেলো না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩২, ডিসেম্বর ১২, ২০১৭
‘বিচার বিভাগকে কোনোভাবেই স্বাধীন রাখা গেলো না’

ঢাকা: ‘বিচার বিভাগ আবারো প্রশাসনের হাতেই চলে গেলো, কোনোভাবেই স্বাধীন রাখা গেলো না’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার বিভাগকে স্বাধীন করতে চেয়েছিলেন।

তাই তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। আমরা যখনই এর প্রতিবাদ করতে  যাই, তখনই আমাদের ওপর মামলার খড়গ নেমে আসে’।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এএম/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।