ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

বিএনপি

তারেকের পরোয়ানার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ-সমাবেশ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৭, অক্টোবর ২৪, ২০১৭
তারেকের পরোয়ানার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ-সমাবেশ তারেকের পরোয়ানার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ-সমাবেশ

রংপুর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর ছাত্রদল।

মঙ্গলবার (২৪ অক্টোবর) নগরীর গ্রান্ড হোটেল মোড়ে অবস্থীত দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশের বাধায় সেখানেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিমের সঞ্চালনায় ও মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সহ-সভাপতি সিরাজ উদ দৌলা ডন, আবিদ হাসান গুড্ডু, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম তমাল প্রমুখ।

এ মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা উল্ল্যেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, হামলা-মামলা দিয়ে এভাবে বিরোধী মতের মোকাবিলা সুষ্ঠু গণতন্ত্র চর্চার মধ্যে পড়ে না। অবিলম্বে এমন রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বিক্ষোভ-মিছিল ও সমাবেশে নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।