মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৯টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়ায় বাবুল প্রধানের বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।
বাবুল প্রধান সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে বাবুল প্রধানের বাড়ির ভাড়াটিয়া স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বাঁধে। খবর পেয়ে বাড়িওয়ালা বাবুল প্রধানের স্ত্রী সেলিনা আক্তার থামাতে ছুটে যান।
এক পর্যায়ে সেলিনা আক্তারকে ছুরিকাঘাত করে ওই ভাড়াটিয়া দম্পতির কেউ একজন। তৎক্ষণাৎ অন্য ভাড়াটিয়ারা সেলিনাকে দ্রুত শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের পর ওই ভাড়াটিয়া দম্পতি দ্রুত পালিয়ে যায়। ভাড়াটিয়াদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এইচএ/