ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিএনপি

সমাবেশের অনুমতি মেলেনি বিএনপির, নেতাকর্মী আটকের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
সমাবেশের অনুমতি মেলেনি বিএনপির, নেতাকর্মী আটকের অভিযোগ

ঢাকা: সাত নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি এখনও পায়নি বিএনপি। তবে এ সমাবেশের ডাকে সরকার ভয়ে নেতাকর্মীদের আটক করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (০৬ নভেম্বর) বাংলানিউজকে তিনি বলেন, সমাবেশের অনুমতি তো দেওয়া হয়নি, আমাদের উপরস্তু ভয় পেয়ে নেতাকর্মীদের বিভিন্ন জায়গা থেকে আটক করছে পুলিশ।

আব্বাস আরও বলেন, সরকার ছায়ার সঙ্গে যুদ্ধ করছে। শনিবার আমার এলাকা থেকে কমপক্ষে ২০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অনেককে আটক করা হয়েছে।

তিনি বলেন, সন্ধ্যা পর্যন্ত অনুমতির জন্য অপেক্ষা করা হবে। এরপর কর্মসূচি দিলে জানানো হবে।

তবে সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের ম‍াজার জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়‍া বলে জানিয়েছেন দলপির এ সিনিয়র নেতা।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
জেডএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।