ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিএনপি

সার্ক অকার্যকর করতে ষড়যন্ত্র চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
সার্ক অকার্যকর করতে ষড়যন্ত্র চলছে ছবি: সুমন শেখ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সার্ক অকার্যকর করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল নোমান।

সোমবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রয়াত বিএনপি নেতা ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ-এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



নোমান বলেন, হঠাৎ আওয়ামী লীগ বলছে সার্ক প্রয়োজন নেই। সার্ক অকার্যকর করার এই ষড়যন্ত্র আমরা মানবো না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের গণতন্ত্র হারিয়ে গেছে। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এ ক্ষেত্রে প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন কমিশন। আর তাই শুধু আলোচনা করলে চলবে না, প্রয়োজনে আন্দোলন করতে হবে।

হান্নান শাহ’র স্মৃতিচারণ করে দলের নির্বাহী কমিটির সদস্য শাহ্ আবু জাফর বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কথা বলেছেন হান্নান শাহ্। সত্য বলতে তিনি কখনো ভয় পেতেন না। তাকে হারিয়ে আমরা শোকাহত।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
ইউএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad