ঢাকা, শনিবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

তিনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে নতুন এমডি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
তিনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে নতুন এমডি

ঢাকা: দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী, রূপালী ও অগ্রণী নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমকে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীরকে একই ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও সোনালী ব্যাংকের ডিএমডি মুর্শেদুল কবীরকে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলে তাদের নিয়োগ কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
টি আর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।