ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

ব্যাংকিং

ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, জুন ১, ২০২১
ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ ও বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মে) ভার্চ্যুয়াল প্লাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান।  

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও মিজানুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুর রহমান, মো. শামসুদ্দোহা ও মুহাম্মদ গোলাম রব্বানী অনুষ্ঠানে বক্তব্য দেন।  

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম।

ব্যাংকের ঢাকা নর্থ ও বরিশাল জোনের শাখাপ্রধান, এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ ও কর্মকর্তারা ভার্চ্যুয়াল প্লাটফর্মে প্রধান কার্যালয়ে আয়োজিত এই সম্মেলন যুক্ত হন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।