ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

ব্যাংকিং

২০১৯ সালে ব্যাংক ছুটি ২৪ দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
২০১৯ সালে ব্যাংক ছুটি ২৪ দিন

ঢাকা: ২০১৯ সালের জন্য ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তফসিলি ব্যাংকের জন্য আগামী বছর সর্বমোট ২৪ দিন ছুটি রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, বরাবরের মতো আগামী বছরেও দুই ঈদে সর্বোচ্চ তিনদিন করে ব্যাংক বন্ধ থাকবে।

বাকি ছুটিগুলো একদিন করে।

যেসব দিবস উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, শব-ই-বরাত, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর, (তিন দিন), ব্যাংক হলিডে (দুই দিন, ১ জুলাই ও ৩১ডিসেম্বর), ঈদ-উল-আযহা, জাতীয় শোক দিবস, শুভ জন্মাষ্টমী, আশুরা, দুর্গাপূজা, ঈদ-ই-মিলাদুন্নবী, বিজয় দিবস ও বড়দিন।

এরমধ্যে কিছু ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এসব ছুটির মধ্যে দুই দিন শুক্রবার ও একদিন শনিবারে পড়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।