ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

প্রিমিয়ার ব্যাংকের ১০৫ তম শাখার উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
প্রিমিয়ার ব্যাংকের ১০৫ তম শাখার উদ্বোধন

ঢাকা: বেসরকারিখাতের প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১০৫তম শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বহদ্দারহাটের আরাকান রোডে হোল্ডিং # ৪৫০৮(দু’তলা), ব্যাংকের ওই শাখার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ওই শাখার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত উপদেষ্টা-প্রথিতযশা ব্যাংকার মুহাম্মদ আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম (এফসিএমএ)ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের শাখা ব্যবস্থাপকরা, ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।