ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ব্যাংকিং

স্বর্ণ হেরফের হওয়ার সুযোগই নেই: গর্ভনর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
স্বর্ণ হেরফের হওয়ার সুযোগই নেই: গর্ভনর মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে অতিথিরা

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ হেরফের হওয়ার কোনো সুযোগ নেই। কাস্টমস যেভাবে স্বর্ণ জমা দিয়েছিল ঠিক সেভাবেই আছে।

মঙ্গলবার (৩১ জুলাই) ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন গর্ভনর। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মুদ্রানীতি ঘোষণা করা হয়।

গর্ভনর বলেন, বাংলাদেশ ব্যাংকের ভল্টে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ছয় স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে ৪২টি সিসি ক্যামেরা রয়েছে। রাউন্ট দ্য ক্লক পুলিশ টহল রয়েছে। সে অবস্থাতে এখানে স্বর্ণ কোনো ধরনের হেরফের হওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, কাস্টমস যে স্বর্ণ জমা দিয়েছিল তার ছোট একটি অংশ নিয়ে প্রশ্নে উঠেছিল। আমি বলব যেভাবে কাস্টমস স্বর্ণ জমা দিয়েছিল সেই স্বর্ণ ঠিক সেভাবেই আছে। এখানে কোন সুযোগই নাই কোন হেরফের হওয়ার।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।