ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ব্যাংকিং

ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডে ‘সিকিউরিটি অ্যান্ড ডকুমেন্টেশন অব ব্যাংক ক্রেডিটস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


দুই দিনব্যাপী কর্মশালায় ন্যাশনাল ব্যাংকের ৩৯ কর্মকর্তা অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মানব সম্পদ বিভাগের প্রধান শাহ্ সৈয়দ আব্দুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন।

আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভিপি ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মেজর (অব.) কে এম এনায়েতুল হক, এভিপি ও সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ফারজানা হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।