bangla news

স্বর্ণপদক বিজয়ী ভোলার মেয়ে হৃদিকাকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৯-০৬-২৫ ৯:০৪:৫৩ পিএম
স্বর্ণপদক বিজয়ী ভোলার মেয়ে হৃদিকাকে সম্মাননা
স্বর্ণপদক বিজয়ী ভোলার মেয়ে হৃদিকার হাতে সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

ভোলা: নৃত্য প্রতিযোগিতার উচ্চাঙ্গ ও লোক নৃত্যে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক বিজয়ী হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোলার মেয়ে নৃত্যশিল্পী ইসরাত জাহান হৃদিকাকে সম্মাননা দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসক (ডিসি) মাসুদ আলম ছিদ্দিক হৃদিকার হাতে ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা সম্মানী তুলে দেন।

জেলা প্রশাসনের আয়োজনে  সোমবার (২৪ জুন) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক চত্বরে আয়োজিত সংস্কৃতিক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

ভোলার মেয়ে হৃদিকা জাতীয় শিশু পুরস্কার, জাতীয় শিক্ষা সপ্তাহ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে এ পর্যন্ত ১৬টি পদক পেয়েছেন। এর মধ্যে নয়টি স্বর্ণপদক, চারটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক রয়েছে।

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী হৃদিকার বাবা ভোলা জেলা জজশিপের নাজির হোসেন শাহ ও মা গৃহিনী মোহসেনা ফাতেমা রুবির মেয়ে। 

সম্মাননা অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আতহার মিয়া, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন, লেডিস কাবের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না, সংগীত শিল্পি রেহানা ফেরদৌউসসহ হৃদিকার বাবা-মা উপস্থিত ছিলেন।

জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় নয় বারের মতো স্বর্ণপদক লাভ করেন হৃদিকা।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এসআরএস

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-08-24 03:04:45 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান