bangla news

গুলশানে ‘৯৮২’ সিরিজের ২ হাজার টেলিফোন সাময়িক বন্ধ থাকবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৯-০৬-১৯ ৬:২৪:০৭ পিএম
গুলশানে ‘৯৮২’ সিরিজের ২ হাজার টেলিফোন সাময়িক বন্ধ থাকবে
প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনানী ডিসিসি মার্কেটে অবস্থিত বিটিসিএলের শাখা টেলিফোন এক্সচেঞ্জটি স্থানান্তরের কারণে গুলশানের ‘৯৮২’ সিরিজের দুই হাজার টেলিফোন লাইন সাময়িক বন্ধ থাকবে। 

বুধবার (১৯ জুন) বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বাংলানিউজকে জানান, টেলিফোন এক্সচেঞ্জটি লেভেল-৮ থেকে লেভেল-৫ এ স্থানান্তরের জন্য ইউনিক কর্তৃপক্ষের অনুরোধে বৃহস্পতিবার (২০ জুন) মধ্যরাত থেকে স্থানান্তর শুরু হবে।
 
এ কারণে শাখা এক্সচেঞ্জের ‘৯৮২’ সিরিজের প্রায় দুই হাজার টেলিফোন সাত দিনের জন্য সাময়িক বন্ধ থাকবে। কাজ সমাপ্ত হওয়ার পর যথারীতি টেলিফোন লাইনগুলো সচল হবে।  
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এমআইএইচ/এইচএ/

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-08-18 12:34:58 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান