bangla news

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৯-০৬-১২ ৬:০২:১৩ পিএম
বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু
বিজিবি-বিএসএফ বৈঠক, ছবি: বাংলানিউজ

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে সম্মলেন শুরু হয়। নানা কর্মসূচির মাধ্যমে এ সীমান্ত সম্মেলন চলবে ১৫ জুন পর্যন্ত।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে। 

বৈঠকে বাংলাদেশে মাদক চোরাচালান, সীমান্ত হত্যা, অস্ত্র, গোলা-বারুদ ও বিস্ফোরক দ্রব্য পাচার, বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে মিয়ানমারের নাগরিকদের সীমান্ত অতিক্রম বন্ধে যৌথ প্রচেষ্টাসহ উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিরাজমান সৌহার্দ্য বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিয়েছে। আর বিএসএফ মহাপরিচালক শ্রী রজনী কান্ত মিশ্রার নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশ নিয়েছে।

সীমান্ত সম্মেলন উপলক্ষে বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিডব্লিউডব্লিউএ) সদস্যের প্রতিনিধিদল বিজিবি পরিচালিত ‘সীমান্ত পরিবার কল্যাণ সমিতির' (সীপকস্) বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

সবশেষে ১৫ জুন যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হবে।

সীমান্ত সম্মেলন উপলক্ষে পারস্পরিক সুসম্পর্ক জোরদার ও সৌহার্দ্য বাড়ানোর অংশ হিসেবে ভারতীয় প্রতিনিধি দল দেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন এবং ১৫ জুন ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১২, ২০১৯
পিএম/ওএইচ/

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-07-23 17:19:52 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান