bangla news

গাজীপুরে বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৯-০৫-২৫ ৭:৫০:০৯ পিএম
গাজীপুরে বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল
বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল

গাজীপুর: বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে গাজীপুর সিটি করপোরেশনের ভুরু‌লিয়া এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) সোনারতরী কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বসুন্ধরা সিমেন্টে‌র ময়মনসিংহ ডিভিশনের ডেপুটি ম্যানেজার আতিকুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর এ‌রিয়া সেলস্ ম্যানেজার জাহাঙ্গীর হোসাইন ও গাজীপুর সদর টেরিটরির সব অফিসার।

ইফতার ও দোয়া মাহফিলে গাজীপুর জেলার বসুন্ধরা সিমেন্টের সব ডিলার এবং প্রায় দেড় শতাধিক রিটেইলার, ইঞ্জিনিয়ার ও ঠিকাদার অংশ নেন।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবসায়ীক উন্নতি ও সারা বিশ্বের মুসলিম উম্মার মঙ্গল কামনায় মোনাজাত করেন পশ্চিম ভু‌রু‌লিয়া জামে মসজিদের ইমাম ও খ‌তিব মাওলানা গিয়াস উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ২৫, ২০১৯
আরএস/জিপি

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-07-18 06:20:07 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান