bangla news

ভোলায় কালবৈশাখী ঝড়, ঘর-বাড়ি বিধ্বস্ত, বজ্রপাতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৯-০৫-১৬ ২:৫৯:৫৮ এএম
ভোলায় কালবৈশাখী ঝড়, ঘর-বাড়ি বিধ্বস্ত, বজ্রপাতে নিহত ১
ঝড়ে বৈদ্যুতিক তাড়ের উপর গাছ পড়ে আছে।

ভোলা: ভোলায় কালবৈশাখী ঝড়ে দৌলতখান উপজেলার দ্বীপ ইউনিয়ন মদনপুরে প্রায় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় আহত হয়েছে নারী শিশুসহ ১০ জন।  এছাড়াও বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ মে) বিকেল ৪টার দিকে ভোলার উপর দিয়ে এ ঝড় বয়ে যায়। 

ভোলা-খেয়াঘাট রোডে বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ কয়েক ঘণ্টার জন্য বিচ্ছিন্ন ছিল।

এদিকে ভোলার সদর উপজেলায় চর সামাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে আমির হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মাত্র ৩০ মিনিটের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার মদনপুর ইউনিয়ন। ঝড়ের তীব্রতায়  বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘর-বাড়ি। 

মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন নান্নু বলেন, বুধবার বিকেলে ৩০ মিনিটের ঝড়ে পুরো ইউনিয়নের ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। এতে নারী-শিশুসহ কয়েকজন আহত হয়েছে। 

দৌলতখান উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) জীতেন্দ্র কুমার নাথ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৯
আরএ

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-06-19 18:16:57 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান