bangla news

জায়ানকে শেষবার দেখতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৯-০৪-২৪ ৩:৪৮:২০ পিএম
জায়ানকে শেষবার দেখতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী
ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

ঢাকা: শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীকে (৮) শেষবারের মতো দেখতে তার নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বাসায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ এপ্রিল) বেলা আড়টাইটার পর ফুপাতো ভাই শেখ সেলিমের বনানীর বাসায় যান প্রধানমন্ত্রী। তিনি শোকসন্তপ্ত শেখ সেলিমসহ জায়ানের স্বজনদের সমবেদনা জানাতে গিয়েছেন সেখানে।

স্বজনসহ শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের পর বুধবার বাদ আসর নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে জায়ানকে সমাহিত করা হবে।

এর আগে বুধবার দুপুরে কলম্বো থেকে ঢাকায় আনা হয় জায়ানের মরদেহ। দুপুর ১২টা ৫৪ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জায়ানের মরদেহবাহী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ।

বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন জায়ানের নানা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি জায়ানের মরদেহ গ্রহণ করেন। এসময় পরিবারের অন্যান্য সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মরদেহবাহী অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে বের হয়ে শেখ সেলিমের বনানীর বাসার দিকে রওয়ানা হয়। 

শ্রীলঙ্কায় গত রোববারের (২১ এপ্রিল) ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছে। এদেরই একজন জায়ান।  বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স ও মা  শেখ সোনিয়ার সঙ্গে আরেক ভাইসহ বেড়াতে গিয়েছিল জায়ান। ওই হামলায় আহত হন মশিউল হক চৌধুরীও। তিনি এখনো কলম্বোয় চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
এমইউএম/এইচএ/

ঢাকায় পৌঁছেছে শিশু জায়ানের মরদেহ

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-06-20 12:27:41 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান