bangla news

পার্বতীপুরে ট্রাক্টরচাপায় শ্রমিক নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৯-০৪-২০ ২:৩৮:৪৩ পিএম
পার্বতীপুরে ট্রাক্টরচাপায় শ্রমিক নিহত
প্রতীকী ছবি

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাক্টরচাপায় (ট্রলি) সামিউল হক (২৫) নামে এক কয়লা খনি শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সামিউল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভালুকা গ্রামের সামসুল হকের ছেলে। তিনি বড়পুকুরিয়া কয়লা খনির একজন শ্রমিক।

বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল হক (পিপিএম) এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাক্টরটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এসআরএস

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-06-26 13:17:44 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান