bangla news

ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৯-০৪-০৬ ৭:৩৬:০০ পিএম
ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: ‘মাদক-সন্ত্রাসের কবলে পড়ে ভবিষ্যৎ প্রজন্ম যদি বিপথে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে উন্নয়ন করে কী লাভ? বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তরুণ সমাজকে যোগ্য নেতৃত্বে গড়ে তুলতে হবে। এজন্য বাবা-মাসহ শিক্ষকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ 

শনিবার (৬ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরে ছাত্র-শিক্ষক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কথা বলেন। 

বিএনপির নির্বাচিত ছয় এমপিকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেছেন। সংসদে আসুন, জনগণের কথা বলুন। সরকার সংসদকে প্রাণবন্ত দেখতে চায়। জনগণ আপনাদের নির্বাচিত করেছে, কেনো সংসদে যাবেন না? সংসদে যোগ দিয়ে সরকারের ভুল ধরিয়ে দিন, খালেদা জিয়ার মুক্তির কথা বলুন। এতে আপনাদের লাভও হতে পারে।

উপজেলার সোনামুখী ইউনিয়নের পরানপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘অন্য রকম বিদ্যা নিকেতন’ আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রকৌশলী আব্দুর রশীদ। 

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ইয়াসিন আলী প্রমুখ। 

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
জিপি

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-06-16 07:52:28 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান