bangla news

মিউনিখে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আ’লীগে প্রস্তুতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৯-০২-০৩ ৪:২০:৪০ পিএম
মিউনিখে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আ’লীগে প্রস্তুতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

ইতালি থেকে: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে চতুর্থবারের মতো সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে জার্মানি আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে আগামী ১৪ ফেব্রুয়ারি তিন দিনের সফরে এখানে আসবেন তিনি।

তার এই সফরকে ঘিরে ইউরোপপ্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আওয়ামী লীগের জার্মানি শাখা তাকে ‘নাগরিক সংবর্ধনা’ দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিচ্ছে ইতালি আওয়ামী লীগসহ ইউরোপে দলটির বিভিন্ন শাখা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন। তিনি জানিয়েছেন, জার্মানি সফরে সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে শেখ হাসিনার।

প্রধানমন্ত্রী মিউনিখে আসার পরই তাকে স্বাগত জানাবেন জার্মানি আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী (সাবু) এবং সাধারণ সম্পাদক শেখ বাদল আহম্মেদের নেতৃত্বে নেতাকর্মীরা। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস  ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালও সরকারপ্রধানকে শুভেচ্ছা জানাতে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন।

আওয়ামী লীগের জার্মানি শাখার সাধারণ সম্পাদক শেখ বাদল আহম্মেদ জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে ইউরোপ আওয়ামী লীগ, জার্মানি আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ দলের সব সহযোগী সংগঠন উপস্থিত থাকবে।

সুইডেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবিদ খানের নেতৃত্বেও সেখানকার আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আসবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এইচএ/

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-05-25 08:22:44 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান