bangla news

মনপুরায় গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৮-১২-২২ ২:৩৩:২১ পিএম
মনপুরায় গ্রেফতার ৬
প্রতীকী ছবি

ভোলা: ভোলার মনপুরায় অভিযানে চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ ডিসেম্বর) উপজেলার হাজিরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শাহজাহান, সীমান্ত হেলাল, খোকন, শরীফ হোসেন, আবদুর রহমান বিপ্লব ও জাকির হোসেন। 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী বাংলানিউজকে বলেন, গ্রেফতাররা পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। 

উল্লেখ্য, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি হাজিরহাট বাজারে ফলের দোকান সরানোর সময় পুলিশ-ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে অর্ধশতাধিক ব্যবসায়ী ও ইটের আঘাতে ওসিসহ ১১ পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ বাদি হয়ে পুলিশ অ্যাসল্ট মামলা করে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এসআরএস

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-05-27 00:27:06 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান