bangla news

ফুলপুরে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৮-১২-১৩ ১:৩১:৩৬ এএম
ফুলপুরে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার 
মরদেহ উদ্ধার। ছবি প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৭ ঘণ্টা পর রুবেল মিয়া (১৫) ও আজিজুল হক (১৬) নামে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। 

বুধবার (১২ ডিসেম্বর) দিনগত রাত ৯টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, সকাল ১১টার দিকে ওই দুই কিশোর স্থানীয় কংশ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের লিডার সারোয়ারের নেতৃত্বে ৫ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার প্রক্রিয়া শুরু করে। পরে রাত ৯টার দিকে তারা দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। 

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮ 
এমএএএম/আরএ

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-05-24 18:22:34 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান