bangla news

ঢাকার সঙ্গে রংপুর-দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৮-১১-০৯ ৬:৫৫:১১ পিএম
ঢাকার সঙ্গে রংপুর-দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ 
লাইনচ্যুত রংপুর এক্সপ্রেস। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে রংপুর-দিনাজপুরের রেল যোগাযোগ।

শুক্রবার ( ৯ নভেম্বর ) বিকেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। 

আহসানগঞ্জ স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ১৩টি বগি নিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। পথে আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে রংপুর ও দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

খবর পেয়ে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করছে। কয়েক ঘণ্টার মধ্যই ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে বলে আশা করা হচ্ছে। 

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮ 
আরএ

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-05-24 22:16:06 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান