bangla news

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ব্যয় বাড়ছে: জাতিসংঘ  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৮-১০-১২ ৫:২০:৩০ এএম
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ব্যয় বাড়ছে: জাতিসংঘ  
ছবি: সংগৃহীত

গত দুই দশকে জলবায়ু পরিবর্তজনিত দুর্যোগের অর্থনৈতিক ব্যয় বেড়েছে। এখন এ ধরনের দুর্যোগে ব্যয় হয় দুই লাখ ২৫ হাজার কোটি মার্কিন ডলার। 

বুধবার (১০ অক্টোবর) জাতিসংঘের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২০ বছরে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে ১৫০ শতাংশের বেশি ব্যয় বেড়েছে।

জাতিসংঘের দুর্যোগ প্রশমন সংস্থা (ইউএনআইএসডিআর) বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহভাবে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। বিশেষ করে বন্যা ও ঝড়ের ক্ষেত্রে এ প্রভাব থাকছে। 

বিবৃতিতে বলা হয়, ১৯৭৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ব্যয় হয় ৮৯ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। 

কিন্তু ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত এ ধরনের দুর্যোগে ব্যয় দাঁড়ায় দুই লাখ ২৫ হাজার কোটি মার্কিন ডলার। এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও ভারত সবথেকে বেশি অর্থনৈতিক ব্যয় করে। 

ইউএনআইএসডিআর এর সমীক্ষায় দেখা যায়, ১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঝড় ও বন্যার মতো দুর্যোগসহ ছয় হাজার ছয়শ’য়ের বেশি জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ সৃষ্টি হয়েছে। 

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এএইচ 

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-05-25 08:16:42 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান