![]() |
ঢাকা: ঢাকার নাজিমুদ্দিন রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।
বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া।
তিনি জানান, দুপুরে ওই রোডে কারগারের প্রশাসনিক ভবনের পাশে তিন তলা অনুসন্ধান ভবনের ছাদে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করলে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এজেডএস/এএটি