bangla news

কেরানীগঞ্জে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৮-০৩-১৩ ৯:০৬:৩৬ এএম
কেরানীগঞ্জে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কেরানীগঞ্জে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে অভিযান চালিয়ে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকার পানগাঁও কন্টেইনার পোর্ট সড়কের পাশে এ উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি। 

এসময় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক এস এম শহিদ রেজা ও উপ পরিচালক মো. গোলাম মোস্তফা।

বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি বাংলানিউজকে বলেন, অভিযানে ৫০টিরও বেশি পাকা ও আধা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসআই

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-08-17 13:48:10 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান