bangla news

শোবিজে যাত্রা শুরু করছে শাহরুখ কন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৮-০৩-১৩ ৫:৫৯:২৫ এএম
শোবিজে যাত্রা শুরু করছে শাহরুখ কন্যা
শাহরুখ কন্যা সুহানা (ছবি: সংগৃহীত)

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা। এরই মধ্যে তিনি নিজের চমৎকার সব ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভক্ত তৈরি করতে সক্ষম হয়েছেন।

এবার ১৭ বছরেই এ কিশোরী প্রথম শোবিজে কাজ করতে যাচ্ছেন। শিগগিরই একটি ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিয়ে ঝলমলে দুনিয়ায় যাত্রা শুরু করবেন সুহানা। গণমাধ্যমকে এমনই খবর জানিয়েছেন সুহানার মা শাহরুখপত্নী গৌরী খান।

গৌরী বলেন, সুহানা একটি ম্যাগাজিনের শ্যুটিং করতে যাচ্ছে। কিন্তু এখনই আমি ম্যাগাজিনটির নাম বলতে চাচ্ছি না। তবে আনন্দের ব্যাপার হচ্ছে চলতি বছরই সবাই তা দেখতে পাবেন।

কিছুদিন আগে শাহরুখ খান মিডিয়ায় বলেছিলেন, সবকিছুর আগে গুরুত্বপূর্ণ হলো সন্তানদের পড়াশোনা শেষ করা।

মেয়েকে নিয়ে শাহরুখ বলেন, ‘সুহানা অভিনেত্রী হতে চায়। তার মধ্যে প্রবল আগ্রহ দেখতে পেয়েছি। আমি মঞ্চে সুহানার পারফর্মেন্সও দেখেছি, সে খুব ভালো অভিনয় করে। সিনেমাকে ভালোবেসে সে ইন্ডাস্ট্রির একজন হতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে, আগে তোমাকে পড়াশোনা শেষ করতে হবে, এরপর অন্যকিছু। আর এ কথাটাই আমি আমার সন্তানদের সবসময় বলে আসছি’।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
জেআইএম/ওএইচ/

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2018-10-16 18:20:08 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান