bangla news

দলের স্বল্প সংগ্রহকেই দায়ী করলেন মিসবাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৭-১১-১৪ ১২:০৫:২৬ পিএম
দলের স্বল্প সংগ্রহকেই দায়ী করলেন মিসবাহ
ছবি: বাংলানিউজ

ঢাকা: বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে ৬ উইকেটে হেরে দিশেহারা চিটাগং ভাইকিংস। আর এই হারে মাত্র ২ পয়েন্ট নিয়ে দলটির টেবিলের তলানিতে যাওয়ার উপক্রম হয়েছে। সমান সংখ্যক পয়েন্টে তাদের নিচে আছে কেবল রাজশাহী কিংস। কেননা চার ম্যাচে তাদের জয় মাত্র ১টিতে। বাকি ৩টিতেই হার।

মঙ্গলবার (১৪ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে নিজেদের তৃতীয় হারের কারণ জানতে চাওয়া হয়েছিল ভাইকিংস দলপতি মিসবাহ উল হকের কাছে। সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের উত্তরে দিতে কিছুক্ষণ নিশ্চুপ ছিলেন পাকিস্তানের সাবেক এই দলপতি। এরপর নীরবতা ভেঙ্গে বললেন, ‘১৩৯ রানের স্বল্প সংগ্রহটিই আমাদের হারের মুখে ঠেলে দিয়েছে। দলীয় সংগ্রহ যদি ১৬০ হতো তাহলে ম্যাচের ফলাফল ভিণ্ন হতে পারতো।’

সেটা হয়নি বলেই দারুণ হতাশ এই ভাইকিংস দলপতি। ‘ম্যাচ হারা সবসময়ই হতাশার। আমরা এখানে ভালো পারফর্ম করে জিততে এসেছি। কিন্তু সেটা পারিনি।’

তবে এখানেই থা্মতে চাইছেন না মিসবাহ। প্রত্যয় রাখছেন সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে। ‘আমাদের হাতে এখনও ৮টি ম্যাচ আছে। আর এই ম্যাচগুলোতে আমাদের অবশ্যই ভালো খেলতে হবে। আমার মনে হয় খুব বেশি নেতিবাচক না ভেবে কী করে ইতিবাচক খেলা যায় সেটাই আমাদের ভাবা উচিত।’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের কম্বিনেশনে পরিবর্তনেরও আভাস দিয়ে গেলেন এই ভাইকিংস দলপতি। ‘৯-১৫ ওভারে আমরা খেলতে পারছি না। ধারাবাহিকভাবেই এই ওভারগুলোতে মেমেন্টাম হারাচ্ছি। শুধু তাই নয় শেষের দিকেও যেভাবে খেলার কথা সেভাবে খেলতে পারছি না। সেটাই আমাদের ভাবনার কারণ। সেই বিষয়টিকে মাথায় রেখে সামনের ম্যাচগুলোতে কম্বিশন পরিবর্তন করবো।’

বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে কুমিল্লার কাছে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে মিসবাহ উল হকের চিটাগং ভাইকিংস। জবাবে জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে ইমরুর কায়েসের ৩৬ বলে ৪৫ ও জশ বাটলারের ৩১ বলে ৪৪ রানে ৪ উইকেটের খরচায় ১৪০ রান সংগ্রহ করে বিপিএলে নিজেদের তৃতীয় জয় তুলের নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

আর এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ানস।
 
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এইচএল/বিএস 

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2018-10-22 22:39:32 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান