bangla news

মাগুরায় কন্যা শিশু দিবসে সভা ও পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৭-১০-১৩ ৯:০৫:২১ এএম
মাগুরায় কন্যা শিশু দিবসে সভা ও পুরস্কার বিতরণ
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সরকারি শিশু পরিবারের ডরমিটরি ভবনে এ অনুষ্ঠান হয়।

মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা সহকারী জজ ও লিগ্যাল এইড কর্মকর্তা ইয়াসমিন নাহার, জেলা সমাজ সেবা কার্যালয়ের  উপ পরিচালক কামরুজ্জামান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা  কর্মকর্তা জিল্লুর রহমান, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম ও অ্যাডভোকেট শাহানা আক্তার ডেইলী প্রমুখ।

পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে মাগুরা শিশু পরিবারের শতাধিক শিশু অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
টিএ

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-06-25 23:03:59 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান