bangla news

আগরতলায় বইমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৭-০১-১৮ ৭:২২:০৭ এএম
আগরতলায় বইমেলা শুরু
আগরতলা

আগরতলা: আগরতলার প্রগতি বিদ্যাভবন ময়দানে শুরু হলো পশ্চিম জেলা ভিত্তিক বইমেলা-২০১৭।

বুধবার (১৮ জানুয়ারি) এ মেলার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, পুর-পারিষদ দুর্গা প্রাসাদ চক্রবর্তী ও প্রগতি বিদ্যাভবন স্কুলের পরিচালনা কমিটির সম্পাদক মাধব মজুমদার প্রমুখ।

রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ও ত্রিপুরা পাবলিশার্স গিল্ড’র যৌথ উদ্যোগে হচ্ছে এ মেলা। প্রতিদিন স্থানীয় সময় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ মেলা খোলা থাকবে।

মেলায় আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকার প্রকাশক ও বিক্রেতারা বই নিয়ে এসেছেন। চারদিন ব্যাপী এ মেলা শেষ হবে শনিবার (২১ জানুয়ারি)।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসসিএন/এসআরএস/এসএইচ

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2019-07-19 20:31:34 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান