ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

বিমানের চেয়ারম্যান হচ্ছেন একজন বীর উত্তম পাইলট

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, জানুয়ারি ৪, ২০১১
বিমানের চেয়ারম্যান হচ্ছেন একজন বীর উত্তম পাইলট

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে পরিবর্তনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন। পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে সরিয়ে নতুন কাউকে এ দুটি পদে বসানোর বিষয়ে এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছে সরকারের সর্বোচ্চ মহল।



সম্ভাব্য কয়েকজনের কথা বিবেচনায় নিয়ে এরই মধ্যে তাদের সঙ্গে আলোচনাও হয়েছে বলে জানিয়েছে সূত্র। চেয়ারম্যান পদে বিমান থেকে অবসর নেওয়া একজন ক্যাপ্টেনের (বৈমানিক) নিয়োগের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই ক্যাপ্টেন একজন বীর মুক্তিযোদ্ধা ও ‘বীর উত্তম’ খেতাবপ্রাপ্ত।

চেয়ারম্যান নিয়োগের পর ব্যবস্থাপনা পরিচালক নির্বাচন করা হবে বলেই সূত্রটি জানায়। বাণিজ্যিকভিত্তিতে বিমান পরিচালনায় অভিজ্ঞ একজন ব্যক্তি এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সকে গতিশীল করতে সরকারের সর্বোচ্চ মহল এই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময় ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।