ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

ক্যান্সার, কিডনি ও লিভারের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে সহায়তা

গাজী জহিরুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, নভেম্বর ২৩, ২০১০

ঢাকা: ক্যান্সার, কিডনি ও লিভারের রোগে আক্রান্ত হত দরিদ্রদের ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেবে সরকার।

সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সুবিধা বঞ্চিত রুগীদের এ সহায়তা দেওয়া হবে।


 
সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, প্রতি বছর এ প্রকল্পের মাধ্যমে ৬ কোটি টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

সাপোর্ট সার্ভিসেস প্রোগ্রাম ভারনারেবল গ্রুপ (এসএসপিভিজি) প্রকল্পের আওতায় গত অর্থ বছরে  কেবল ক্যান্সার আক্রান্ত রুগীদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছিল।

প্রকল্প পরিচালক মনিন্দ্র কিশোর মজুমদার বাংলানিউজকে জানান, গত অর্থ বছর চিকিৎসা সহায়তা হিসেবে ক্যান্সার রুগীদের মধ্যে ৫ কোটি টাকা বণ্টন করা হয়।
 
তিনি বলেন, ‘ক্যান্সার আক্রান্ত রুগীদের পাশাপাশি এখন কিডনি ও লিভারের রোগে আক্রান্তদেরও সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ক্যান্সার, লিভার বা কিডনি রোগে আক্রান্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহযোগিতা দেওয়া হবে। ’

তিনি জানান, এ সহযোগিতা পেতে ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্যান্সার ইনস্টিটিটের ছাড় পত্র নিয়ে সমাজসেবা মন্ত্রী বরাবর আবেদন করতে হয়। আবেদন যাচাই করে সংশ্লিষ্ট রুগীর ঠিকানায় সহযোগিতার চেক পাঠানো হয়। গত অর্থ বছরে ১ হাজার অসহায় দুস্থ ক্যান্সার রুগীকে এ সহযোগিতা দেওয়া হয়।

তিনি আরো জানান, এবছর সরকার দেশের গরীব সুবিধা বঞ্চিত রুগীদের কথা চিন্তা করে কিডনি ও লিভারের রোগে আক্রান্তদেরও সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ২৪ কোটি টাকা ব্যায়ে একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ক্যান্সার ইনস্টিটিউটের তথ্য মতে, সারাদেশে প্রায় ১৪ লাখ ক্যান্সার রুগী রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।