ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাহরাইন

রমজানে বাহরাইন দূতাবাসের নতুন সময়সূচি

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, জুন ৬, ২০১৬
রমজানে বাহরাইন দূতাবাসের নতুন সময়সূচি

বাহরাইন: বাহরাইন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলছে রোজা।

 

সোমবার (০৬ জুন) শুরু হওয়া এ রোজা উপলক্ষে বাহরাইনের সরকারি অফিস-আদালতগুলোর সময়সূচির পরিবর্তন এসেছে, নিয়মিত কর্মঘণ্টা ৮ থেকে কমিয়ে ৬ ঘণ্টা করা হয়েছে।

অতিরিক্ত ডিউটির ক্ষেত্রে শ্রমিকদের ওভারটাইম দেওয়ার বিধান রাখা হয়েছে।

 

রমজানে অফিসের সময়সূচির পরিবর্তন এনেছে বাহরাইনের মানামার বাংলাদেশ দূতাবাস। পূর্বের সময় সকাল সাড়ে ৮টার বদলে রমজানে দূতাবাস সকাল ৯টা থেকে একটানা বেলা ৩টা পর্যন্ত চলবে। এরমধ্যে দরখাস্ত গ্রহণের সময় ৯টা থেকে ১২টা এবং বিতরণের সময় দুপুর ২টা থেকে বিকেল ৩টা বলে বাংলানিউজকে জানান বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কে এম মমিনূর রহমান।

রমজান শেষে আগের সময়সূচিতে আবার ফিরে যাওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ