ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বাহরাইন

বিজয় দিবস উপলক্ষে বাহরাইনে শ্রমিকলীগের আলোচনা সভা

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বিজয় দিবস উপলক্ষে বাহরাইনে শ্রমিকলীগের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইনে আলোচনা সভার  আয়োজন করেছে বাহরাইনস্থ জাতীয় শ্রমিকলীগ।

স্থানীয় সময় রোববার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় ওরিয়েন্টাল প্যালেস হোটেলে বাহরাইন শ্রমিকলীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



একই অনুষ্ঠানে শ্রমিকলীগের জিদাফ, হামাদ টাউন, ছেহেলা আঞ্চলিক শাখার অভিষেক এবং শ্রমিকলীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হোসেন ও সালমাবাদ শাখার সভাপতি দেলোয়ার মোল্লার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল হক তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন বাবর, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ঈমাম হোসেন বাবুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন কাশেম, যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমেদ, শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম জমাদার, সহ সভাপতি এমদাদুল হক, যুগ্ম সম্পাদক নূর আলম, হেলাল হমেদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, ফরহাদ হোসেন, সালেহ আহমেদ, জিদাফ শাখা সভাপতি জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক মির্জা ফারুক আহমেদ, হামাদ টাউন শাখা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল শেখ, ছেহেলা শাখা সভাপতি রফিক আরিরি, সাধারণ সম্পাদক অমল নেপাল সূত্রধর, নুরে আলম, দুলাল, মজনু, মাজিদুল, শামিম প্রমুখ।

অনুষ্ঠানে বাহরাইন আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ সমাজ, অনলাইনে আমরা মুজিব সেনা ও শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ