ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বাহরাইন

বাহরাইন মাতালেন শ্রেয়া ঘোষাল

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
বাহরাইন মাতালেন শ্রেয়া ঘোষাল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: ঈদুল আজহার বিকেলে বাহারি সাজে সাজানো বাহরাইনের ইন্ডিয়ান স্কুল। ঈসা টাউনের মহাসড়কে প্রাইভেটকারের লম্বা সারি।

স্কুলের প্রবেশপথেও বেশ ভিড়।

ঈদ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের কনসার্টকে ঘিরে এমনই আয়োজন করা হয় বাহরাইনে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কনসার্ট শুরুর কথা থাকলেও বিকেল থেকে দর্শক সমাগম হতে শুরু করে।

শুরুতেই গান পরিবেশন করেন ভারতীয় সংগীত শিল্পী রিকেশ। তার পরিবেশনা শেষে মঞ্চে আসেন শ্রেয়া ঘোষাল। একে একে তিনি গেয়ে শোনান, আগার তুম মিল যাও, ঢোল বাজে, জু্বি জুবি, এ ইশক হ্যায়,
তেরি ওর, বালমা, তেরিও’র মতো জনপ্রিয় সব গান।

গানের মাঝে মাঝে মাইক্রোফোন হাতে নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলে ও নেচে দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দেন শ্রেয়া।
 
মাঝখানের বিরতিতে রিকেশের কয়েকটি গান শেষে আবারও মঞ্চে আসেন শ্রেয়া। এরপর টানা রাত সাড়ে ১১টা পর্যন্ত উলালা উলালা, তেরি মেরি মেরি তেরি, তুজমে রব দেখতা হে, চিকনি চামেলিসহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন।

রামি প্রোডাকশন মিডিয়া আয়োজিত ‘শ্রেয়া ঘোষাল লাইভ ইন বাহরাইন’ কনসার্টের স্পন্সর ছিল বাংলাদেশি টিভি চ্যানেল এনটিভি। এ কনসার্টে বিপুলসংখ্যক বাংলাদেশি দর্শক সমাগম হয়।

এদিকে, বাহরাইনে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের আয়োজনে কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান না থাকায় ক্ষোভ প্রকাশ করেন কনসার্টে আসা একাধিক বাংলাদেশি।

রিফা থেকে আসা কাউছার উদ্দীন নামে এক বাংলাদেশি ক্ষোভ প্রকাশ করে বাংলানিউজকে বলেন, বাহরাইনে ভারতীয়রা বছরে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেও বাংলাদেশি কমিউনিটির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো কি বছরে একটি অনুষ্ঠানেরও  আয়োজন করতে পারেনা?

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ