ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা

বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
বাহরাইনে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাহরাইনের বঙ্গবন্ধু পরিষদ।

শুক্রবার (২০ আগস্ট) স্থানীয় রাত ৯টায় মানামার ওরিয়েন্টাল হোটেলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



বঙ্গবন্ধু পরিষদের  সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় ও বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দিন বাবর, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ হাসেম, আওয়ামী যুবলীগ সভাপতি মিজানুর রহমান, শ্রমিক লীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সানোয়ার হোসেন কাশেম, বঙ্গবন্ধু পরিষদ উপদেষ্টা ইউসুপ বাঙালি, প্রদীপ দাস, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল, শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল হক তালুকদার, আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজির আহাম্মদ, আবদুল্লা আল মামুন, মুক্তার মুন্না, হামিদ, শাহীন শিকদার, বিল্লাল, জামাল, হাবিব, সোহেল, জন্টুনাথ, উজ্জল, লিয়াকত শিকদার  প্রমুখ।

অনুষ্ঠানে বাহরাইন আওয়ামী লীগ, বাংলাদেশ সমাজ, অনলাইনে আমরা মুজিব সেনা, শ্রমিক লীগ যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ