ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বাহরাইন

বাহরাইনে তিতাসের ইফতার মাহফিল

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
বাহরাইনে তিতাসের ইফতার মাহফিল

বাহরাইন: বাহরাইনে ব্রাহ্মণবাড়িয়া তিতাস ইউনিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (১৬ জুলাই) দেশটির রাজধানী মানামার টম ফ্রম রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোয়াজ্জেম হোসেন সোকার্নো’র সঞ্চালনায় ও সভাপতি হামেদ কাজী হাসানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাহরাইন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. কাজী মো. সোহেল।

বিশেষ অতিথি ছিলেন বাহরাইন বিএনপি’র প্রধান পৃষ্ঠপোষক ফয়সাল মাহমুদ চৌধুরী, গোলাম রাব্বানী, বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু, বিএনপি’র সভাপতি শেখ আব্দুল হান্নান, স্থানীয় বাহরাইনি আসাদ জোহায়ের, বিএনপি’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আক্তার, বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা মীর নজরুল হক, লিন্নাস গ্রুপের প্রতিনিধি ও কুমিল্লা উন্নয়ন ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিন, বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন, ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, যুবদল সভাপতি মুঞ্জুরুল আলম মুঞ্জু, বুড়িচং ব্রাহ্মণপাড়া সমিতির পৃষ্ঠপোষক সেলিম চৌধুরী, যুব লীগের জসিম উদ্দীন ও ঈসরাফিল আশিক, তারেক পরিষদ সভাপতি আবুল হোসেন তুহিন, মেঘনা প্রবাসী সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি আবু জাফর হাওলাদার, মানামা মহানগর বিএনপি’র সভাপতি মোকবুল হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল, সহ-সভাপতি নুরুল হক ও রফিকুল ইসলাম, খালেক শেখ, দেশনেন্ত্রী পরিষদ সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া, সিলেট সোসাইটির প্রতিনিধি সোরমান মিয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী সানোয়ার হোসেন কাসেম, ব্রাহ্মণবাড়িয়া তিতাসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোশারফ হোসেন, আব্দুল মান্নান, মো. জালাল, মো. রাকিব, আব্দুল্লাহ্, বেল, মোয়াজ্জেম, আ. হাই, মোশারফ, আউয়াল, কাজী বিল্লাল, ফোরকান, ইনাম, টিপু, শাহজাহান, সুকেন ও শাহজাহান প্রমুখ।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি সুনাম ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ