বিশ্বের অন্যান্য দেশের মতো মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও অব্যাহত গতিতে বাড়ছে বাংলানিউজের পাঠক। প্রবাসী বাংলাদেশিদের অনেকেরই এখন প্রিয় সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের খবর সবার আগে গুরুত্বসহকারে প্রকাশ করে বাংলানিউজ। ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটিতে দেড় লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির কথা আরও গুরুত্ব দিয়ে তুলে ধরতে রোববার রাতে বাহরাইন পৌঁছেছেন বাংলানিউজের আউটপুট এডিটর জাকারিয়া মন্ডল। সেখানে বাংলানিউজের করেসপন্ডেন্ট মোসাদ্দেক হোসেন সাইফুলকে সঙ্গে নিয়ে কাজ করবেন তিনি। বাহরাইনের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে তারা দেখবেন প্রবাসী বাংলাদেশীদের জীবনযাত্রা, কাজ।

বাংলাদেশিরা তাদের কথা, তাদের গল্প জানাতে যোগাযোগ করুন [email protected], অথবা [email protected] এই ঠিকানায়। টেলিফোনে জানাতে পারেন +৯৭৩ ৩৩৩৬ ৩৯৮৬ নম্বরে। বাহরাইনে আপনার পাশেই থাকবে বাংলানিউজ।
মোসাদ্দেক হোসেন সাইফুল

** ‘ডেটলাইন বাহরাইন’, যাচ্ছেন জাকারিয়া মন্ডল
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪