ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

বিজয়োল্লাসে মেতেছেন আ’লীগের নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
বিজয়োল্লাসে মেতেছেন আ’লীগের নেতাকর্মীরা বিজয়োল্লাসে মেতেছেন আ’লীগের নেতাকর্মীরা, ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয়োল্লাসে মেতেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সারাদেশ থেকে আসা অল্প বিস্তর জয়ের খবরের কারণেই তাদের এ বিজয়ের আনন্দ উল্লাস।

গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের বিজয় উল্লাস করতে দেখা গেছে।

উল্লাসরত নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনের ফলাফল প্রকাশিত না হলেও কিছু কিছু আসনের ফলাফল এসেছে যে,  আওয়ামী লীগ জয় যুক্ত হয়েছে। এছাড়া ফলাফল অনুসারে আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বলেই তারা এ আনন্দ উল্লাসে মেতেছেন।

যদিও এখনই আনন্দ মিছিল করতে নিষেধ করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বরাত দিয়ে বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, এখন কোনো আনন্দ মিছিল হবে না। এখন আমাদের আনন্দ করার সময় নয়। এখন সময় দেশ গঠনের।

নির্বাচনে জয়ের ব্যাপারে এইচ টি ইমাম বলেন, এখন পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে যেসব খবর আমাদের কাছে আসছে, সে অনুসারে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।