ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

ঐক্যফ্রন্টের চালক তারেক, কামালের হাতে খেলনা স্টিয়ারিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, ডিসেম্বর ২৭, ২০১৮
ঐক্যফ্রন্টের চালক তারেক, কামালের হাতে খেলনা স্টিয়ারিং

কুষ্টিয়া: জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে সামনে ড. কামাল হোসেনকে দেখা গেলেও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আসলে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের ড্রাইভার খালেদা জিয়া, তারেক জিয়া ও জামায়াত। তারা অদল-বদল করে রাজনীতির গাড়ি চালাচ্ছে। আর ড. কামাল হোসেন খেলনা স্টিয়ারিং হাতে জানালার পাশে বসে আছেন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট নির্বাচনকে বিতর্কিত করার জন্য এ প্রক্রিয়াকে ‘কাল্পনিক জাল দিয়ে ঢাকার চেষ্টা করছে’ বলেও অভিযোগ তোলেন মহাজোটের শরিক জাসদের এ নেতা।

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নির্বাচন ভন্ডুল, বর্জন ও বানচালের চক্রান্ত মোকাবেলা করতে শেষ দিন পর্যন্ত দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানান।

প্রচারণার সময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ মহাজোটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ