ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

শেরপুরে আ'লীগ নেতার বাসায় ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, ডিসেম্বর ২৬, ২০১৮
শেরপুরে আ'লীগ নেতার বাসায় ককটেল বিস্ফোরণ ককটেল বিস্ফোরণ, ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কেউ আহত হননি।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি হুমায়ন কবির জানান, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার (আনুমানিক) দিকে শহরের টাউন কলোনির এলাকার বাসায ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় দু’টি ও বুধবার ভোরে আরও দু’টি ককটেল উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

আ'লীগ নেতা আহসান হাবিব আম্বিয়া জানান, রাতে দুর্বৃত্তরা এসে প্রথমে বাসার প্রধান দরজায় লাথি দেয়। এরপর তারা বাসা লক্ষ্য করে পরপর ৬ টি ককটেল নিক্ষেপ করে। এরমধ্যে ৪ টি ককটেল বিকট শব্দে বিস্ফারিত হয়। তবে তারা কেউ আহত হননি।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ