ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

বাগেরহাটে আ’লীগের নির্বাচনী অফিসে আগুন, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, ডিসেম্বর ২১, ২০১৮
বাগেরহাটে আ’লীগের নির্বাচনী অফিসে আগুন, আটক ৪

বাগেরহাট: বাগেরহাটের-৩ (রামপাল-মোংলা) আসনের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকার আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে চার জনকে আটক করেছে।

 

আটকরা হলেন- রামপাল উপজেলার কদমী গ্রামের সৈয়দ আলীর ছেলে রেজাউল হাওলাদার (৪৫), সোলাকুড়া গ্রামের মাওলানা আমির আলী ছেলে আব্দুল কাদের (৬১), গিলাতলা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে মাসুদ পারভেজ (৪২) ও বর্নি গ্রামের মহিউদ্দিনের ছেলে খবির উদ্দিন (৪৫)।

আগুনে নির্বাচনী অফিসের বেড়া, পোষ্টার, প্যানা ও বেশকিছু প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়। আটকরা বিএনপি ও জামায়াত সমর্থক বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আওয়ামী লীগের একটি নির্বাচনী অফিসে আগুন দেয়। পুলিশ অভিযান চালিয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করেছে।  

তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ