ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

এভিয়াট্যুর

বৈরী আবহাওয়া: কক্সবাজারে ২ ঘণ্টা দেরিতে নামলো প্লেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মে ৯, ২০২২
বৈরী আবহাওয়া: কক্সবাজারে ২ ঘণ্টা দেরিতে নামলো প্লেন

কক্সবাজার: বৈরী আবহাওয়ার কারণে ১৬২ যাত্রী নিয়ে প্রায় ২ ঘণ্টা দেরিতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে।

সোমবার (০৯ মে) সন্ধ্যা ৬টা ২ মিনিটে বিমানবন্দরে নামে প্লেনটি।

কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বিমানবন্দর থেকে ৩টা ৩০ মিনিটে ১৬২ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিকেল ৪টা ১১ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। বৈরী আবহাওয়ায় বাতাসের গতিবেগ বেশি থাকায় পাইলট প্লেনটি বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করান।

পরে আবহাওয়া স্বাভাবিক হলে প্লেনটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ৫টা ৪৫ মিনিটে ছেড়ে আসে, যা সন্ধ্যা ৬টা ০২ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

প্লেন অবতরণে বিলম্বের জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ। প্লেনটির যাত্রীরা সবাই সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ০৯, ২০২২
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।