ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

১৬ ডিসেম্বর বিমানের ঢাকা-ব্যাংকক রুটের ফ্লাইট পরিবর্তন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
১৬ ডিসেম্বর বিমানের ঢাকা-ব্যাংকক রুটের ফ্লাইট পরিবর্তন

ঢাকা: আগামী ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ব্যাংকক রুটের ফ্লাইট বিজি ০৮৮ সকাল সাড়ে ১১টার পরিবর্তে দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় ব্যাংকক পৌঁছাবে এবং ব্যাংকক থেকে ফ্লাইট বিজি ০৮৯ সেখানকার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ছেড়ে ঢাকায় এসে পৌঁছাবে সময় সন্ধ্যা ০৭টা ১৫ মিনিটে।  

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১৭ ডিসেম্বর থেকে ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে দুটির পরিবর্তে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ১৭ ডিসেম্বর থেকে ঢাকা থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় বিমানের ফ্লাইট ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাবে। ব্যাংকক থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।