ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ আরো ১ সপ্তাহ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ আরো ১ সপ্তাহ 

ঢাকা: দেশে লকডাউনের সময় বাড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল আরো এক সপ্তাহের (২১ থেকে ২৮ এপ্রিল) জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে এ সময়ে কার্গো প্লেন, বিশেষ বা চার্টার্ড ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে।

এছাড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে পাঠাতে বিশেষ ফ্লাইটও চলবে।  

সোমবার (১৯ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

২১ এপ্রিল থেকে পরবর্তী সাতদিন কোনো শিডিউল ফ্লাইট চলাচল করবে না। তবে প্রবাসী কর্মীদের কাজে ফেরাতে ১৭ এপ্রিল থেকে পাঁচ দেশে শুরু হওয়া বিশেষ ফ্লাইট চলবে। পাঁচটি দেশ হচ্ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার এবং ওমান। শুধু প্রবাসী কর্মীরা এসব ফ্লাইটে যেতে পারবেন।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বাংলানিউজকে বলেন, সরকারের চলমান বিধিনিষেধ বাড়ানোয় সে অনুযায়ী আকাশপথে চলাচলেও নিষেধাজ্ঞা এক সপ্তাজ বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।